নিজস্ব সংবাদদাতাঃ করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক ফিরল। চিনে ছুটির মরসুম শেষ হতেই হু হু করে করোনা বাড়ল। ফলে চিনের কিছু অংশে একেবারে কঠোর লকডাউন ঘোষণা করা হল। ছুটির মরসুম শেষ হতেই ড্রাগনের দেশের কিছু অংশে তিন গুণ বেড়েছে কোভিডের প্রকোপ। দৈনিক আক্রান্তের সংখ্যা এক লাফে বেড়েছে অনেকটা। আগামী সপ্তাহে চিনের কমিউনিস্ট পার্টির বড় সম্মেলন। তার আগে যেভাবে করোনা বাড়ছে, তা নিয়ে চিন্তায় চিনা প্রশাসন। গত পয়লা অক্টোবর থেকে ৮ তারিখ পর্যন্ত চিনে জাতীয় দিবস উপলক্ষ্যে ছুটি ছিল। মানুষজন খুব উপভোগ করেছে এই সময়টা। এরপর দেখা গিয়েছে করোনা অন্তত তিন গুণ বেড়ে গিয়েছে। ছুটির আগে চিনের কিছু প্রদেশে করোনা দৈনিক আক্রান্তের সংখ্যা ছিল ৬০০, এখন সেটা বেড়ে হয়েছে ১,৮০০। করোনা গ্রাফ পুরোপুরি উর্ধ্বমুখী।
চিনের শানহি প্রদেশে কঠোর লকডাউন ঘোষণা করা হয়েছে। একেবারে জরুরি কাজ ছাড়া ঘরের বাইরে যাওয়া নিষেধ। স্কুল, কলেজ, অফিস, ব্যবসা সব বন্ধ। মঙ্গোলিয়া প্রদেশের রাজধানী হোহটে বাইরের গাড়ি নিষিদ্ধ করা হয়েছে। করোনার প্রকোপ কমাতে মঙ্গলবার থেকে শহরে ঢোকা নিষিদ্ধ করা হয়েছে। এই অঞ্চলে গত ১২ দিনে নতুন করে ২ হাজারেরও বেশি মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন। অথচ দাবি করা হয়েছে এখানে ১০০ শতাংশ মানুষের কোভিড টিকা নেওয়া হয়ে গিয়েছে।