নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের কিয়েভে সোমবার সকালে পর পর বিস্ফোরণে কেঁপে ওঠে। পর পর মিসাইল হামলা হয় বলে রাশিয়ার দিকে অভিযোগের আঙুল তোলে ইউক্রেন। এদিকে বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ভারত। দিল্লি সাফ জানিয়েছে, যুদ্ধের হিংসা নয় বরং আলোচনার রাস্তাতেই চলা উচিত। দিল্লির তরফে বলা হয়েছে, ' নাগরিকদের মৃত্যু ও পরিকাঠামো ধ্বংস ঘিরে, ভারত ইউক্রেনে সংঘাতের বিষয়টি নিয়ে গভীরভাবে উদ্বেগে।' ভারত জানিয়েছে, যুদ্ধ ও সংঘাতের রাস্তা ছেড়ে এক্ষুণি 'কূটনীতি ও আলোচনার রাস্তায়' আসা প্রয়োজন। উত্তেজনা প্রশমন সংক্রান্ত সমস্ত দিক থেকে পাশে থাকার বার্তা দিয়েছে ভারত। ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি একথা বলেছেন। অরিন্দম বাগচি বলেন, "যাতে রাষ্ট্রসংঘের চার্টার মেনে দুই দেশ চলে, আর তাছাড়াও আন্তর্জাতিক আইন সর্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা, ভূখণ্ডের ঐক্য এর মধ্যেই বিশ্বের বিধি ও নীতি সুসজ্জিত রয়েছে।"