নিজস্ব সংবাদদাতাঃ অলিম্পিকের মধ্যেই জাপানে হু হু করে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনার কারণেই গেমস শুরু হওয়ার আগে থেকেই জাপানে জরুরিকালীন অবস্থা জারি ছিল। কিন্তু নতুন করে রেকর্ড সংখ্যক আক্রান্ত বেড়ে যাওয়ায়, এই পরিস্থিতিতে জাপানে জরুরিকালীন অবস্থার মেয়াদ ৩১ অগস্ট পর্যন্ত বাড়ানো হল। এমনটাই জানিয়েছেন, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা।