হরি ঘোষ, রানীগঞ্জ : বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের গ্রেফতারের প্রতিবাদে সোমবার দুপুর আড়াইতে নাগাদ বিজেপির রানীগঞ্জ শহর মন্ডল একের সভাপতি দেবজিৎ খাঁ এর নেতৃত্বে রানীগঞ্জের নেতাজি স্ট্যাচু এলাকায় ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে দশ মিনিট ধরে পথ অবরোধে সামিল হলেন বিজেপির কর্মী সমর্থকরা। পরে রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে অবরোধকারীদের হটিয়ে দেয়। এদিনের এই অবরোধের জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক পরে পুলিশ পৌঁছে স্বাভাবিক করে পরিস্থিতি।