মাঝ নদীতে বিকল নৌকা , প্রাণে বাঁচলেন আরোহীরা, দেখুন ভিডিও!

author-image
New Update
মাঝ নদীতে বিকল  নৌকা , প্রাণে বাঁচলেন আরোহীরা, দেখুন ভিডিও!

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর: দাসপুরে মাঝ নদীতে বিকল মাটি বোঝাই ভুটভুটি নৌকা,জলের তোড়ে সামালতে না পেরে তলিয়ে গেল নৌকা,বরাত জোরে সাঁতরে প্রাণে বাঁচলো নৌকায় থাকা ৭-৮ জন।

শুক্রবার বিকেল নাগাদ ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর ১ ব্লকের রাজনগর সানাঘাটে। জানা যায়, রাজনগর এলাকায় শিলাবতী নদী বাঁধের বেশকিছু জায়গা ক্ষতিগ্রস্ত হয়েছে,বাঁধের সেইসব জায়গা মেরামতের জন্য নৌকায় করে মাটি বওয়া চলছিল।একটি নৌকাতে এক নাবালক সহ ৭-৮ জন মাটি নিয়ে শিলাবতী নদী পার হওয়ার সময় মাঝ নদীতে আচমকাই বিকল হয়ে যায় ভুটভুটি নৌকা।বিকল নৌকা নদীর জলের তোড়ে সামাল দিতে না পেরে তা টালমাটল অবস্থায় টেনে নিয়ে গিয়ে ধাক্কা খায় রাজনগর সানাঘাটের কাছে কাঠের সেতুতে।কাঠের সেতুতে ধাক্কা লেগে নৌকা ভেঙে জলের তোড়ে চলে যায়, নদীর জলে পড়ে গেলে কোনক্রমে সাঁতরে নিজেদের জীবন বাঁচায় নৌকায় থাকা এক নাবালক সহ ৭-৮ জন। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ায় দাসপুরের রাজনগরে। ভরা নদীতে এক নাবালককে নৌকায় তুলে ঝুঁকি নিয়ে মাটি তোলাতেও উঠছে প্রশ্ন।