হাতির তাণ্ডবে ভীত গ্রামবাসী

author-image
Harmeet
New Update
হাতির তাণ্ডবে ভীত গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর : রবিবার পশ্চিম মেদিনীপুর জেলার বন দফতরের চাঁদড়া রেঞ্জ থেকে কাঁসাই নদী পেরিয়ে ৬০-৭০ টি হাতির দল খড়গপুর লোকাল থানার কলাইকুন্ডা রেঞ্জের জটিয়ার জঙ্গলে প্রবেশ করেছে। অপর দিকে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকে প্রায় ৩০-৩৫ টি হাতির দলটি রবিবার রাতে সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গা, সিজডিহা, মুড়াকাটি, ডাঙ্গরসাই, হরিপুরা, দক্ষিণদাঁড়িয়া এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় । যার ফলে ওই এলাকা জুড়ে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় গ্রামবাসীদের সহযোগিতায় হুলা পার্টির চেষ্টায় সোমবার ভোর চারটে নাগাদ সুবর্নরেখা নদী পেরিয়ে নয়াগ্ৰাম ব্লকের জঙ্গলের দিকে চলে যায় হাতির দলটি। আর বিক্ষিপ্তভাবে রামলাল হাতিটি ঝাড়গ্রাম ব্লকের লোধাশুলি রেঞ্জের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছে এবং মানিকপাড়া রেঞ্জের কুসুম ঘাঁটি বীটে গোবিন্দপুর জঙ্গলে রয়েছে তিন টি হাতি। নয়াগ্রামে নতুন করে হাতির দল ঢুকে পড়ায় নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকায় হাতির হামলার আশঙ্কা দেখা দিয়েছে। বন দফতরের পক্ষ থেকে নয়াগ্রাম ব্লকের বিভিন্ন এলাকার জঙ্গল লাগুয়া গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চাষী রবীন্দ্র মাহাত বলেন, 'সব্জি, ধান সহ একাধিক এলাকার চাষের জমিতে তান্ডব চালিয়ে নষ্ট করল।' ক্ষতি পূরণ পায়নি বলে অভিযোগ বনদফতরের বিরুদ্ধে।