ত্বকের পরিচর্যায় বিভিন্ন ভাবে কাজে লাগে সুগার স্ক্রাব

author-image
Harmeet
New Update
ত্বকের পরিচর্যায় বিভিন্ন ভাবে কাজে লাগে সুগার স্ক্রাব

নিজস্ব সংবাদদাতাঃ যাদের ড্রাই স্কিন তাদের ত্বকের রুক্ষ -শুস্ক ভাব দূর করে স্কিন ক্রিম ও আদ্র রাখতে সাহায্য করে এই সুগার স্ক্রাব। স্কিন এক্সফোলিয়েশন বা ত্বকের মরা কোষ ঝরিয়ে ত্বকের জেল্লা ফেরাতেও সাহায্য করে সুগার স্ক্রাব। শুধু তাই নয় হাত-পায়ের ট্যান পরিষ্কার করতে দারুণভাবে কাজ করে এটি। মুখের পাশাপাশি বডি স্ক্রাবিংয়ের ক্ষেত্রেও এই সুগার স্ক্রাব উপযুক্ত।