টি-২০ বিশ্বকাপে দু'বার সর্বোচ্চ উইকেট শিকারি পাকিস্তানের এই পেস বোলার

author-image
Harmeet
New Update
টি-২০ বিশ্বকাপে দু'বার সর্বোচ্চ উইকেট শিকারি পাকিস্তানের এই পেস বোলার

নিজস্ব সংবাদদাতাঃ কুড়ি বিশের বিশ্বকাপে দুবার সবথেকে বেশি উইকেট নেওয়ার নজির রয়েছে উমর গুলের। ২০০৭ এবং ২০০৯ বিশ্বকাপে গুল নিয়েছিলেন সবথেকে বেশি উইকেট। 

২০০৭ সালের টুর্নামেন্টে ১৩ টি উইকেট নিয়েছিলেন তিনি। স্টুয়ার্ট ক্লার্ক, শাহীদ আফ্রিদি এবং আরপি সিং নিয়েছিলেন বারো উইকেট। তেরো উইকেট নেওয়ার পাশাপাশি উমর গুলের বোলিং গড় ছিল ১১.৯২। ইকোনমি রেট ৫.৬০। ২০০৯ সালেও নিয়েছিলেন ১৩ উইকেট।