ভারতীয় আইন অনুযায়ী, পর্ণোগ্রাফি দেখার জন্যে আপনাকে কেউ জেলে ঢুকিয়ে দেবে না। কিন্তু পর্ণোগ্রাফি কনটেন্ট বানানো এবং তা বিতরণ করার অভিযোগে আপনি গ্রেফতার হতে পারেন। এই মৌলিক বোঝাপড়ার মধ্যে দিয়েই এদেশের পুলিশ, আইনজীবী, বিচার বিভাগ, এবং অতি অবশ্যই চলচ্চিত্র নির্মাতারা কাজ করে আসছে। তথ্য এবং প্রযুক্তি আইন ২০২০ (Information and Technology Act 2020) এর ৬৭এ ধারায় বলা আছে, যৌন উত্তেজক কাজ বা আচরণের সঙ্গে যুক্ত যে কোন উপাদান প্রকাশ, সঞ্চালনা, এবং বৈদ্যুতিন মাধ্যমে আদান প্রদান হতে দেখা গেলে ৫ বছর পর্যন্ত জেল এবং ১০ লক্ষ টাকা জরিমানা হতে পারে।