নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনকে সামরিক সহযোগিতার মাধ্যমে চলমান সংঘাতে সরাসরি প্রতিপক্ষ হিসেবে যুক্তরাষ্ট্র হাজির হবে বলে হুমকি দিয়েছে রাশিয়া। কিছু দিন আগে দেওয়া এই হুমকির পর যুক্তরাষ্ট্র ঘোষণা দিয়েছে তারা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে। সম্প্রতি যুক্তরাষ্ট্রে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আনাতোলি আন্তনভ বলেছেন, ইউক্রেনে যুক্তরাষ্ট্রের পাঠানো সামরিক সহযোগিতার কারণে সেখানে রাশিয়া ও পশ্চিমাদের সঙ্গে সরাসরি সামরিক সংঘাতের আশঙ্কা বাড়াচ্ছে। রবিবার মার্কিন প্রেসিডেন্টের কার্যালয় হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। তবে রাশিয়ার সঙ্গে ক্রিমিয়ার একমাত্র সংযোগ সেতুতে বিস্ফোরণ নিয়ে সরাসরি মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন হোয়াইট হাউসের এক মুখপাত্র। এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র ইউক্রেনকে ৬২৫ মিলিয়ন ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।