নিজস্ব সংবাদদাতাঃ ইউক্রেনের এক শীর্ষ কর্মকর্তা রবিবার বলেন, জাপোরিঝিয়া শহরে রুশ বাহিনীর রকেট হামলায় ১৩ জন নিহত এবং আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮৯ জনে, যাদের মধ্যে ১১ জন শিশুও রয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্টের কার্যালয়ের উপ-প্রধান কিরিলো টিমোশেঙ্কো বলেন, "নিহত ও আহতের সংখ্যা বেড়েছে। তাদের মধ্যে অনেক শিশুও রয়েছে। শহরটিতে রকেট হামলার ফলে ১ শিশু সহ ১৩ জনের মৃত্যু হয়েছে। এতে ৮৯ জন বেসামরিক নাগরিক আহত হয়, যাদের মধ্যে ১১ জন শিশুও রয়েছে"। টিমোশেঙ্কোর মতে, অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে, উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের নীচ থেকে লোকজনকে বের করে আনার কাজ চালিয়ে যাচ্ছেন।