নিজস্ব সংবাদদাতাঃ ফের প্রবল বৃষ্টি পাহাড়ে। রবিবার প্রবল বৃষ্টি শুরু হয়েছে সিকিম-সহ দার্জিলিং, কালিম্পং, ডুয়ার্স ও শিলিগুড়িতে। বৃষ্টির জেরে সিকিমগামী জাতীয় সড়কের একাধিক জায়গায় ধস দেখা দিয়েছে। সোমবার আরও বেশ কিছু জায়গায় ধসের আশঙ্কায় ত্রস্ত পাহাড়। উত্তর সিকিমের একাধিক জায়গা ধসে বহু রাস্তা বন্ধ হওয়ায় বিপাকে পড়েছেন পর্যটকরা। কারণ পুজোর এই মরসুমে সিকিম পাহাড় পর্যটকে ঠাসা। এই পরিস্থিতিতে সিকিমে একাধিক জায়গায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের সমস্যা হলে দ্রুত হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে নির্দেশ দিয়েছে সিকিম প্রশাসন।
সিকিম পাহাড়ে অবিরাম বৃষ্টির জেরে তিস্তার পাহাড়ি এলাকায় জলস্তর বেড়েছে। সেচ দফতরের কন্ট্রোল রুম সূত্রে জানা গিয়েছে, রবিবার রাত ৯টা ২০ নাগাদ সেবক সংলগ্ন কালিঝোড়া থেকে ২৫০০ কিউসেক জল ছাড়া হয়েছে। এই জল এবার গজলডোবা হয়ে ডাউন স্ট্রিম দোমহনীতে মাঝরাতের দিকে আসবে। তবে এই মুহূর্তে তিস্তার পরিস্থিতি অতি স্বাভাবিক।