নিজস্ব সংবাদদাতাঃ জাপোরিঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান ওলেকসান্দ্র স্ট্যারুখ রবিবার বলেছেন, ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় জাপোরিঝিয়া শহরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলায় ১০ শিশুসহ কমপক্ষে ৮৭ জন বেসামরিক নাগরিক আহত।
ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, দক্ষিণাঞ্চলীয় শহরটিতে ছয়টি রাশিয়ান ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৬টি এস-৩০০ বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। জাপোরিঝিয়া অঞ্চলের রুশ অধিকৃত এলাকায় রুশ টিইউ-২২এম৩ ও এসইউ-৩৫ যুদ্ধবিমান থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়।