নিজস্ব সংবাদদাতাঃ দক্ষিণ ইউক্রেনের জাপোরিঝিয়া শহরে এক দফা ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে ১২ জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ২০০ জনেরও বেশি উদ্ধারকর্মী অবস্থান করছেন।
ইউক্রেনের স্টেট ইমার্জেন্সি সার্ভিসের এক কর্মকর্তা বলেন, 'স্থানীয় সময় বিকাল ৩টা পর্যন্ত জাপোরিঝিয়ায় ক্ষেপণাস্ত্র হামলার স্থানে জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মোট ২১৫ জন উদ্ধারকর্মী এবং ৫৮ টি যানবাহনের পাশাপাশি পাভলোহরাদ শহর থেকে কুকুর ইউনিট 'অন্তর' এর ৮ অনুসন্ধান কুকুর রয়েছে"।