এসি মিলানের দাপটে উড়ে গেল জুভেন্তাস

author-image
Harmeet
New Update
এসি মিলানের দাপটে উড়ে গেল জুভেন্তাস

নিজস্ব সংবাদদাতাঃ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো দল বদল করার পর ক্রমশ প্রচারের আলোকের বাইরে চলে গিয়েছে জুভেন্তাস। খাতায় কলমে তুলনামূলকভাবে দুর্বল হয়েছে দল। সিরির ম্যাচে এসি মিলানের বিরুদ্ধে হেরে গিয়েছে জুভেন্তাস। এসি মিলানের পক্ষে ম্যাচের ফল ২-০। গোল দুটি করেছেন যথাক্রমে ফিকায়ো তোমোরি এবং ব্রাহিম দিয়াজ। জুভেন্তাসের তুলনায় মিলানের আক্রমণের ঝাঁঝ ছিল অনেকটাই বেশি।