দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের গোয়ালতোড়ে ঘোষ পরিবারের ১০৯ তম কোজাগরী লক্ষ্মীপুজো। জানা যায়, জমিদার বাড়ি এই ঘোষ পরিবারের জমিতে লাঙ্গল দিয়ে চাষ করার সময় একটি মূর্তি পেয়েছিলেন। সেই মূর্তিতে পদ্ম ফুলের মধ্যে বসে রয়েছেন মা লক্ষ্মী। একদিকে ধানের শীষ, অন্যদিকে হাতির মূর্তি আঁকা ছিল। জমিদার বনমালী ঘোষ -এর সময় থেকে পুজো হয়ে আসছে। এই সময় পঞ্চম বংশধররা তাঁরা এই পুজো চালিয়ে যাচ্ছেন। স্থাপিত মন্দির। এই বংশে ২০০ জনেরও বেশি সদস্য রয়েছেন। প্রত্যেকেই এই পুজোকে কেন্দ্র করে গ্রামে উপস্থিত হন। মেলা সহ যাত্রাপালা হয় তিন দিন ধরে। আজ পুজোর দিন সারা রাত্রিব্যাপী পুজো এবং তার সাথে যাত্রাপালা। ঘোষ পরিবারের এই পুজোতে সমস্ত কিছু তৈরি হয় বাড়িতে। ভোগ, মিষ্টি থেকে সমস্ত পুজোর সরঞ্জাম তৈরি করা হয় নিজেদের হাতে।