ধানের শীষ দিয়ে অসাধারণ শিল্পকর্ম, বাজিমাত করেছেন জঙ্গলমহলের শিল্পী জয়ন্ত দাস

author-image
Harmeet
New Update
ধানের শীষ দিয়ে অসাধারণ শিল্পকর্ম, বাজিমাত করেছেন জঙ্গলমহলের শিল্পী জয়ন্ত দাস

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুরঃ ধানের শীষে অসাধারণ শিল্পকর্ম সৃষ্টি করে প্রশংসা কুড়িয়েছেন শিল্পী জয়ন্ত দাস। ধানের শীষ দিয়ে তৈরি শিল্পকর্ম পৌঁছে যাচ্ছে ভিন জেলা ও রাজ্যে। পেশায় ব্যবসায়ী হলেও তিনি বাউল শিল্পী হিসাবে মানুষের কাছে বেশি পরিচিত। ধানের শীষ দিয়ে খুব সুন্দর ঘরবাড়ি সাজানোর শৌখিন জিনিস তৈরি করেন। লক্ষীঝারা, ঝাড়বাতি, নানা মন্দির তৈরী করেন ধানশীষ দিয়ে। দামও সাধ্যের মধ্যে। শুধু ব্যবসা নয়, প্রিয়জন, বন্ধু, বান্ধব, আত্মীয়দের ভালোবেসে উপহারও দিয়েছেন। একটা বড় ঝাড়বাতি তৈরি করতে এক সপ্তাহ সময় লাগে। আমন ধানের শীষ দিয়েই এগুলি করা সম্ভব। অন্য ধানের শীষ দিয়ে করলে অল্প কয়েক দিনের মধ্যে ধান ঝরে পড়ে যায়। আমন ধানের শীষ হলে পাঁচ বছর বাড়িতে অক্ষত থাকবে এই শিল্পকর্ম। শুধু খেয়াল রাখতে হবে পাখি বা ইঁদুর ধানগুলো না খেয়ে নেয়। ঝাড়বাতিতে ইলেকট্রিক বাল্ব লাগানোর ব্যবস্থাও আছে। স্ত্রী, ছেলে, মেয়ে নিয়ে ছোট্ট সংসার। ধানের শীষ দিয়ে শৌখিন জিনিস তৈরি করে বাজিমাত করেছেন জঙ্গলমহলের শিল্পী জয়ন্ত দাস।