নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কেউ ব্যাঙ্কে চাকরি করেন, কেউ অন্য পেশায় যুক্ত, নেশা কিন্তু সবার এক। মোটরবাইক রাইডিং। তাই মাঝে মধ্যেই ছুটি পেলেই বেরিয়ে পড়েন সকলে। না, সাধারণ ছোটখাটো জায়গা নয়, একেবারে পাহাড়ের অনেক উঁচুতে। কখনও সিকিম তো কখনও অরুনাচল প্রদেশ। এজন্য তৈরি করেছেন একটি সংস্থাও। যার পোশাকি নাম ‘এরোলাইট রোডিস’। এবার সংস্থার ছ’জন মিলে পাড়ি দিলেন অরুনাচল প্রদেশের তাওয়াং-এ। রবিবার রওনা দিয়েছেন সকলে। ফিরবেন ১৫ অক্টোবর। যে ছ’জন এবার রওনা দিলেন তাঁরা হলেন, সত্যজিৎ সাউ, স্বরূপ মহাপাত্র, অরূপকুমার দাস, অন্বেষ প্রধান, সৈকত মুখ্যর্জী এবং সুশান্ত মন্ডল। এঁরা সকলেই মেদিনীপুরে থাকেন। লক্ষ্য একটাই, মানুষকে প্লাস্টিক সম্বন্ধে সচেতন করা। প্লাস্টিক যে কতো ভয়ঙ্কর তা বোঝানো। তাই প্লাস্টিক বর্জন করার কথা বলেন। কারণ, প্লাস্টিক যে হাজার হাজার বছর ধরেও মাটির নীচে অবলীলায় থেকে যেতে পারে। ক্ষতি করে পরিবেশের। মানুষকে সুস্থ বাঁচতে হলে পরিবেশকে বাঁচাতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় থাকলেই মানুষ সুস্থ ও স্বাভাবিকভাবে বাঁচতে পারবে। তাই এইভাবেই মেদিনীপুর থেকে অরুনাচলের তাওয়াং পর্যন্ত মানুষকে প্লাস্টিকের ক্ষতিকারক দিক সম্বন্ধে বুঝিয়ে প্লাস্টিক বর্জন করার কথা বলতে বলতে যাবেন তাঁরা। এটাই তাঁদের লক্ষ্য বলে জানালেন সংস্থার সদস্য সত্যজিৎ সাউ।