চা বাগানে চিতাবাঘের আতঙ্ক!

author-image
New Update
চা বাগানে চিতাবাঘের আতঙ্ক!

সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়ি:  ভিন্ন দুই জায়গায় চিতাবাঘের আতঙ্ক।  চা বাগান থেকে বেরিয়ে গোয়াল ঘরে বাঁধা বাছুরের উপর হামলা চালাল একটি চিতাবাঘ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ৮টা নাগাদ বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মোরাঘাট চা বাগানের বাসিন্দা কুমার ছেত্রির বাড়িতে। সে সময় গোরুর চিৎকার শুনে গোরুর মালিক দেখেন বাছুরটির গলায় কামড়ে ধরে সেটিকে চা বাগানে নিয়ে যাবার চেস্টা করছে চিতাবাঘটি। এরপর স্থানীয়দের চিৎকারে বাঘটি চা বাগানের ভিতরে চলে যায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, খাবারের লোভে ফের বাঘটি লোকালয়ে হানা দিতে পারে। সেই আতঙ্কে এলাকার বাসিন্দারা বন দপ্তরের কাছে বাগানে খাঁচা পাতার আবেদন জানান। মোরাঘাট চা বাগানের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোহন চক্রবর্তী জানান, বাগানের ওই সেকশনে বাঘটি লুকিয়ে থাকতে পারে। বিন্নাগুড়ি বনদপ্তরকে বিষয়টি জানিয়ে খাঁচা পাতার আবেদন করা হবে। বিন্নাগুড়ি বনপ্রাণের রেঞ্জার শুভাশিস রায় জানান, “বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পারি। চা বাগান কর্তৃপক্ষ লিখিতভাবে আবেদন করলে বনদপ্তরের তরফে ওই এলাকায় খাঁচা পাতার ব্যবস্থা করা হবে।

অন্যদিকে, নকশালবাড়ি ব্লকের পাহাড়গুমিয়া চা বাগানের অন্তর্গত দমাদমা এলাকায় চিতাবাঘের বাচ্চা দেখতে পাওয়া গেল। বাগডোগরা বনাঞ্চলের কর্মীরা চিতাবাঘের বাচ্চাটিকে উদ্ধার করে নিয়ে যান। চিতাবাঘের বাচ্চাটিকে দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।