জেনে নিন Nokia C30-এর স্পেসিফিকেশন ও দাম

author-image
Harmeet
New Update
জেনে নিন Nokia C30-এর স্পেসিফিকেশন ও দাম

নিজস্ব সংবাদদাতাঃ স্মার্টফোন Nokia C30-এ তে রয়েছে অক্টা-কোর প্রসেসর আর এটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে। এই ফোনের বিশেষ আকর্ষণ এর ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ ও পাওয়ারফুল ৬,০০০ এমএএইচ ব্যাটারি। ইউরোপে নোকিয়া সি৩০ ফোনের ৯৯ ইউরো যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮,৭০০ টাকা। এই দামে ফোনটির ২ জিবি রম ও ৩২ জিবি স্টোরেজ ভেরিয়েন্ট পাওয়া যাবে।Nokia C30 ফোন রয়েছে ৬.৮২ ইঞ্চি ফুল এইচডি প্লাস ওয়াটারড্রপ নচ ডিসপ্লে, যার রেজোলিউশন ১৬০০x ৭২০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ২০:৯। ফোনের ভিতরে রয়েছে অক্টা কোর ইউনিসক SC9863A SoC প্রসেসর সঙ্গে ৩জিবি র‍্যাম আর ৬৪জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ বাড়ানো যাবে ২৫৬জিবি পর্যন্ত। ফোনটি অ্যান্ড্রয়েড ১১ অপারেটিং সিস্টেমে চলবে।