মুসলিম গ্রামে ১১ বছর ধরে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী

author-image
Harmeet
New Update
মুসলিম গ্রামে ১১ বছর ধরে পূজিত হচ্ছেন মা লক্ষ্মী







হরি ঘোষ, লাউদোহা :
আজ লক্ষ্মীপুজো, আর এই লক্ষ্মী পুজোয় সম্প্রীতির বার্তা দিল পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের তিলাবনী গ্রাম। তিলাবনি গ্রামে সংখ্যালঘু সম্প্রদায়ের বসবাস বেশি। এই গ্রাম সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই পরিচিত । কিন্তু মুসলিম গ্রামে দীর্ঘ ১১ বছর ধরে গৌরবের সাথে হয়ে আসছে লক্ষীপুজো । এই গ্রামের প্রথম লক্ষ্মী পুজোর শুরু করেন গ্রামের বাউরী সম্প্রদায়ের লোকেরা । গ্রামের সিপক বাউরি, নন্দলাল বাউরীরা জানান, 'তাদের এই লক্ষ্মীপুজোয় গ্রামের সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বিভিন্নভাবে যুক্ত থাকেন ।' পুজোর জন্য নানান ভাবে সাহায্য করেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোকেরা বলে জানান সিপক বাবু । তিনি বলেন, 'আজ থেকে ১১ বছর আগে এই গ্রামে লক্ষ্মীপুজো শুরু হয় কিন্তু সে সময় তেমন কোনও মন্দির ছিল না। বর্তমানে গ্রামের সকলের প্রচেষ্টায় নতুন মন্দির নির্মিত হয়েছে ।' লক্ষ্মী পুজোর আগের দিন তাদের লক্ষ্মী পুজোর উদ্বোধন করেন পাণ্ডবেশ্বর বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, সঙ্গে ছিলেন দুর্গাপুর ফরিদপুর ব্লক সভাপতি সুজিত মুখার্জি পঞ্চায়েত প্রধান পিনাকী ব্যানার্জী সহ অন্যান্যরা । ব্লক সভাপতি সুজিত মুখার্জি জানান, গ্রামের এই লক্ষ্মীপুজোয় এলাকায় একটা সম্প্রীতির বার্তা দেয় । হিন্দু মুসলিম একসাথে মিলে লক্ষ্মীপুজো করাটাকে দৃষ্টান্ত বলে মনে করেন তিনি । গ্রামের বাসিন্দা শেখ মহিদুল হোসেন বলেন, 'গ্রামের হিন্দু ভাইরা যেমন আমাদের পীর বাবার মেলায় সক্রিয়ভাবে সহযোগিতা করে, ঠিক সেই ভাবেই আমরাও হিন্দু ভাইদের নানান ধর্মীয় অনুষ্ঠানে সহযোগিতা করি। এই গ্রামে আমরা হিন্দু মুসলিম একসাথে ভেদাভেদ ছাড়াই বসবাস করি ।'