নিজস্ব সংবাদদাতা : ১৬৬৪টি শূন্যপদে নিয়োগ শুরু করছে উত্তর-মধ্য রেলওয়ে । আবেদন করা যাচ্ছে অনলাইনে RRC NCR-এর অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org-তে। মাধ্য়মিক পাশ করা প্রার্থীরাও এই শূন্যপদের জন্য আবেদন করতে পারেন।
RRC NCR-এর অফিসিয়াল ওয়েবসাইট rrcpryj.org-তে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে অগস্ট মাসের ২ তারিখে, চলবে সেপ্টেম্বর ১, ২০২১ পর্যন্ত।
উত্তর-মধ্য রেলওয়েতে নিয়োগে শূন্যপদে আবেদনের যোগ্যতা:
মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করলেই এই পদে আবেদন করা যেতে পারে। তবে, দুই ক্ষেত্রেই থাকতে হবে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর।
তবে, ট্রেড ওয়েল্ডার, ওয়্যারম্যান ও কারপেন্টার পদে আবেদনের জন্য অষ্টম শ্রেণি উত্তীর্ণ হলেই হবে। এক্ষেত্রে সঙ্গে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট বা NCVT/SCVT প্রদত্ত ITI সার্টিফিকেট লাগবে।
আবেদনের প্রার্থীর বয়স ১৫ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে।
জেনেরাল ক্যাটাগরির প্রার্থীদের আবেদনের জন্য ১০০ টাকা করে দিতে হবে। SC/ST/PWD বা মহিলা আবেদনকারীদের ফি বাবদ কোনও টাকা দিতে হবে না।