খালি মেঝেতে নয়, ভাইফোঁটা দিন আসনে কিংবা পিঁড়িতে বসে

author-image
Harmeet
New Update
খালি মেঝেতে নয়, ভাইফোঁটা দিন আসনে কিংবা পিঁড়িতে বসে

নিজস্ব সংবাদদাতা : কয়েকদিন পরেই ভাইফোঁটা। ভাইয়ের কপালে ফোঁটা দেবে বোনেরা। তবে, ফোঁটা দেওয়ার সময় ভুলেও খালি মেঝেতে বসবেন না। আসন কিংবা পিঁড়তে বসে তবেই দিন ভাইফোঁটা। সেই সঙ্গে ভাইফোঁটা দেবার সমস্ত সামগ্রী ধাতব থালায় রাখুন। 



কাঁসা বা পিতলের থালাতে থাকলে সবচেয়ে ভালো।বাস্তু শাস্ত্র মতে, বাড়ির পূর্ব অথবা দক্ষিণ-পূর্ব দিকের ঘরে বসে ফোঁটা দিন ভাইয়ের কপালে। ভাইদের ফোঁটা দেওয়া বা নেওয়ার সময় অবশ্যই ধৌত বস্ত্র পরিধান করতে হবে। তবে, জন্মবারে ফোঁটা হয় না।