প্রায় ৪৮ ঘণ্টা পর, উদ্ধার হল সিউড়ির নিখোঁজ শিশু

author-image
Harmeet
New Update
প্রায় ৪৮ ঘণ্টা পর, উদ্ধার হল সিউড়ির নিখোঁজ শিশু

নিজস্ব সংবাদদাতাঃ অবশেষে উদ্ধার সিউড়ির নিখোঁজ শিশু। আট বছরের শিশুটিকে সকালে দেখতে পায় এক মহিলা। পাথরচাপুড়িয়া থেকে উদ্ধার করা হয় তাকে। শনিবার সকালে বাড়িতে নিয়ে আসা হয়েছে শিশুটিকে। বৃহস্পতিবার সকালে সিউড়ি থানা এলাকার হাটজনবাজার রেলগেট সংলগ্ন বস্তি এলাকায় এক শিশু নিখোঁজ হওয়ার ঘটনা ঘটে। নাজিমউদ্দিন নামে আট বছরের বাচ্চাটা বাড়ির সামনেই খেলছিল। সেখান থেকে সে পাঠের মাঠে শৌচকর্ম করতে যায়। তারপর থেকেই আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সিউড়ি থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। শান্তিনিকেতনের ঘটনার পর পুলিশ এক্ষেত্রে কড়া পদক্ষেপ করে। শিশুটির খোঁজে আশপাশের সমস্ত এলাকা চষে ফেলা হয়। বাড়ির পাশে পুকুর, জঙ্গল সব খোঁজা হয়। এমনকি শিশুটির মায়ের প্রথম পক্ষের স্বামীর নদিয়ার বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখানেও তার খোঁজ মেলেনি। আশঙ্কিত হয়ে পড়েন পরিবারের সদস্যরা।


এদিকে, শনিবার সকালেই খোঁজ মেলে শিশুটির। পাথরচাপুড়িয়া এলাকায় এক মহিলা তাকে খুঁজে পায়। মহিলার বয়ান অনুযায়ী, তিনি শিশুটিকে ঘুরে বেড়াতে দেখেছিলেন। শিশুটিকে শনিবার বাড়িতে নিয়ে আসা হয়। কিন্তু বাড়ি থেকে বেশ কিছুটা দূরে শিশুটি ওই জায়গায় কীভাবে পৌঁছাল, সবটাই খতিয়ে দেখা হচ্ছে।