নিজস্ব সংবাদদাতা : পাঁচটি আঙুলের মধ্যে কড়ে আঙুল দিয়েই ফোঁটা দেওয়া হয় ভাইদের কপালে। কিন্তু জানেন কি, কেন কড়ে আঙুল দিয়েই ভাইফোঁটা দেওয়া হয়?
হিন্দু ধর্মে বলা হয় যে আমাদের হাতের পাঁচটি আঙুল পাঁচটি ইন্দ্রিয়ের প্রতীক। এই পঞ্চ ইন্দ্রিয় হলো ক্ষিতি, অপ, তেজ, মরুৎ ব্যোম। বলা হয় যে আমাদের হাতের কড়ে আঙুল ব্যোম মহাশূন্যের প্রতীক। পুরাণে আরও বলা হয় যে ভাই বোনের সম্পর্ক মহাশূন্যের অসীম ভালবাসার মত। এই কারণে মহাশূন্যের প্রতীক কড়ে আঙুল দিয়েই বোনেরা বা দিদিরা দাদা ও ভাইদের কপালে ফোঁটা দিয়ে থাকে।