নিজস্ব সংবাদদাতা: কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর মতে গোবর্ধন পাহাড়ের আকৃতি ময়ূরের মত। রাধা কুন্ড এবং শ্যাম কুণ্ডকে গোবর্ধন পাহাড়ের চোখ হিসাবে বর্ণনা করেছেন তিনি। দান ঘটি ও মানসী গঙ্গাকে গোবর্ধন পাহাড়ের লম্বা গলা বলে আখ্যা দিয়েছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী।
তার মতে, কুসুম সরোবর হল গোবর্ধন পাহাড়ের মুখ, আর পুঞ্চারী হল পাহাড়ের পিঠ ও লেজের পালক। গোবর্ধন পাহাড়ের আকৃতির বর্ণনাকে ঘাড় বাঁকা করে পেটের নিচে মাথা রেখে অবস্থান করা ময়ূরের সঙ্গে তুলনা করেছেন কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী।