Dhanteras 2022: কোন কোন দেব-দেবীর আরাধনা করা হয়?

author-image
Harmeet
New Update
Dhanteras 2022: কোন কোন দেব-দেবীর আরাধনা করা হয়?


নিজস্ব সংবাদদাতাঃ
প্রথমবার ধনতেরস পালন করবেন? কোন কোন দেব-দেবীর আরাধনা করা হয় জানেন? বলা হয়, এদিন ধন্বন্তরী দেব, লক্ষ্মীজি ও কুবের দেবের পুজো করা হয়। এই দিনে কোনও জিনিস কেনা খুব শুভ বলে মনে করা হয়। 







ধন-সম্পদের দেবতা কুবেরের আরাধনা করা হয় ধনতেরসের দিন। এছাড়াও, এই দিনে সোনা, রৌপ্য বা বাসনপত্র ইত্যাদি কেনা খুব শুভ বলে মনে করা হয়। পঞ্চাঙ্গের মতে, এই বছর ধনতেরাস ২০২২ সালের ২৩ অক্টোবর।