অন্ডালের ১৭৩ বছরের প্রাচীন লক্ষ্মী পূজা

author-image
Harmeet
New Update
অন্ডালের ১৭৩ বছরের প্রাচীন লক্ষ্মী পূজা
নিজস্ব প্রতিনিধি, অন্ডালঃ কয়লা অঞ্চল অন্ডাল এলাকার খাঁন্দরা গ্রামে আগে কোনও লক্ষ্মী পূজা হতো না। গ্রামের একমাত্র লক্ষ্মী পূজার প্রচলন করেন সিংহ পরিবার। গ্রামের একমাত্র লক্ষ্মীপূজো হওয়ার কারণে প্রচুর মানুষের ভিড় হয়। পূজার তিনদিন ধরে চলে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান। জনশ্রুতি আছে, মা লক্ষ্মীর স্বপ্নাদেশেই শুরু হয়েছিল এই পূজার।


কথিক আছে আজ থেকে ১৭৩ বছর আগে সুধা কৃষ্ণ সিংহ নামে এক ব্যক্তি মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পান। মা লক্ষ্মীর আদেশে অন্ডালের খাঁন্দরায় শুরু হয় লক্ষ্মী পূজার অনুষ্ঠান। অভিজিৎ সিংহ নামে পরিবারের এক সদস্য জানান, এই সিংহ পরিবারের আদি বসতি ছিল মুর্শিদাবাদ জেলার কান্দি এলাকায়। সেখানেই তাদের পরিবারের সুধা কৃষ্ণ সিংহ মা লক্ষ্মীর স্বপ্নাদেশ পেয়ে এই খাঁন্দরা এলাকায় এসে মা লক্ষ্মীর পূজার প্রচলন করেন এবং তারপর থেকেই এই পরিবার এখানেই রয়েছে। তিনি জানান, সেই প্রাচীন প্রথা মতো আজও একইভাবে মা লক্ষ্মী পূজা হয়ে আসছে। সিংহ পরিবারের যে সকল সদস্য কর্মসূত্রে বাইরে থাকেন, এই লক্ষ্মী পূজার দিন তাঁরা একত্রিত হন। পরিবারের সকল সদস্য আত্মীয়-স্বজন মিলে একসাথে তিন দিন ধরে চলে খাওয়া-দাওয়া। লক্ষ্মী পূজার দিন প্রসাদ বিতরণ হয় এই মন্দিরে। গ্রামের প্রচুর মানুষ মায়ের প্রসাদ গ্রহণ করার জন্য আসেন এখানে।