কেন করা হয় গোবর্ধন পুজো

author-image
Harmeet
New Update
কেন করা হয় গোবর্ধন পুজো


নিজস্ব সংবাদদাতা: হিন্দু ধর্মে গোবর্ধন পর্বতকে পুজো করা হয়। কিন্তু জানেন কি কেন পুজো করা হয় গোবর্ধন পর্বতকে? গোবর্ধন পর্বত উত্তরপ্রদেশের গোকুল শহরে অবস্থিত। কথিত আছে, একবার দেবরাজ ইন্দ্র ব্রজের মানুষদের ওপর প্রচন্ড কুপিত হন। 

Govardhan Puja 2021 Lord Govardhan Is Pleased With 56 Bhog Know The Reason  | Govardhan Puja 2021: আজ গোবর্ধন পুজো, প্রচলিত রয়েছে ৫৬ ভোগ নিবেদনের রীতি

ফলে প্রবল বৃষ্টিপাত শুরু হয়। সেই সময় কৃষ্ণ তার কড়ে আঙুলে গোবর্ধন পর্বতকে তুলে ধরেন। গোবর্ধন পর্বতের নিচে আশ্রয় নিয়ে প্রাণে বাঁচেন ব্রজবাসী। গোবর্ধন পর্বতের আশ্রয়ে থেকে ইন্দ্রের প্রকোপ থেকে রক্ষা পাওয়ায় কৃষ্ণের কথায় গোবর্ধন পর্বতের পুজো শুরু হয়।