নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের হাঁড়িভাঙ্গা এলাকায় শনিবার সকালে চাষের জমিতে গিয়ে একদল হাতি তাণ্ডব শুরু করে। আচমকা হাতির দল ওই এলাকায় চলে আসায় গ্রামবাসীরা ফসলের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে হাতির দলটিকে অন্যত্র পাঠানোর চেষ্টা করা হলেও হাতির দলটি ধান চাষের জমি থেকে সরছিল না। বিষয়টি বন দফতরকে জানানো হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনদফতরের কর্মীরা। বন দফতর-এর পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের আতঙ্কিত না হয়ে সতর্ক হওয়ার আহ্বান জানানো হয়। সেই সঙ্গে ওই হাতির দলটিকে অন্যত্র তাড়িয়ে নিয়ে যাওয়ার জন্য বন দফতরের কর্মীরা প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেন। তা সত্ত্বেও যেভাবে মাঠে হাতির দলটি দাপিয়ে বেড়াচ্ছিল তাতে ব্যাপক ফসলের ক্ষতির আশঙ্কা করছেন এলাকার বাসিন্দারা।