নিজস্ব সংবাদদাতাঃ একদিনও কাটেনি, ফের দুর্ঘটনার মুখে পড়ল বন্দে ভারত এক্সপ্রেস। মুম্বই সেন্ট্রাল থেকে গুজরাটের গান্ধীনগরগামী ট্রেনটি ধাক্কা মারল গরুকে। এবারও ক্ষতিগ্রস্ত হল ট্রেনের নোস প্যানেল। বুধবারই দুর্ঘটনার মুখে পড়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। গুজরাটের বতবা স্টেশনের কাছে এক পাল মোষকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। ২৪ ঘণ্টার মধ্যেই সারাই করা হয়। কিন্তু ট্রেন ট্রাকে নামার পরই ফের ঘটল দুর্ঘটনা। শুক্রবারই ফের গুজরাটেই গরুকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। জানা গিয়েছে, গুজরাটের আনন্দ স্টেশনের কাছে শুক্রবার সকালে গরুকে ধাক্কা মারে বন্দে ভারত এক্সপ্রেস। আগের দিনের মতো না হলেও, সামান্য ক্ষতিগ্রস্ত হয় ট্রেনের সামনের অংশ। রেলের এক আধিকারিক জানান, সেমি-হাই স্পিডের ওই ট্রেনের বিশেষ কোনও ক্ষতি হয়নি। নোস প্যানেলে সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে। নির্দিষ্ট সময়েই ট্রেন গন্তব্যে পৌঁছে যায়। বারংবার এই দুর্ঘটনা ঘটার বিষয়টিও খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে রেল কর্তৃপক্ষের তরফে। এই ঘটনার পর গরু মালিকদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে।