নিজস্ব সংবাদদাতাঃ উৎসবের মরসুমে নরক চতুর্দশী। এই বিশেষ মুহূর্তটি আসলে কী? দেশের বিভিন্ন প্রান্তে নরক চতুর্দশী পালন করা হয়। আমরা যাকে জানি ভূত চতুর্দশী নামে। গোয়া, তামিলনাড়ু এবং কর্ণাটকে বিশেষ করে পালিত হয় নরক চতুর্দশী। বাংলায় তেমনই ভূত চতুর্দশী। পূরাণ মত অনুযায়ী মনে করা হয়, এই দিন স্বর্গ ও নরকের দ্বার কিছুক্ষণের জন্য খুলে যায়। যার ফলে পৃথিবীতে নেমে আসেন স্বর্গত ব্যক্তিরা।