নিজস্ব সংবাদদাতাঃ এ বছরের গোড়ার দিকে পরিবারের সদস্যদের সঙ্গে ভারত থেকে ইসরায়েলে গিয়ে স্থায়ী হন ১৮ বছরের ইয়োয়েল লেহিঙ্গাহেল। সম্প্রতি উত্তর ইসরায়েলের শহর কিরিয়াত শমোনাতে এক জন্মদিনের পার্টিতে মারামারি শুরু হওয়ার পর তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। প্রতিবেদনে বলা হয়, ইয়োয়েল লেহিঙ্গাহেলের পরিবার মূলত উত্তর-পূর্ব ভারতীয় ইহুদি সম্প্রদায় বনেই মেনাশের সদস্য। ভারত থেকে অভিবাসী হিসেবে ইসরায়েলে যাওয়া একজন বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন ইয়োয়েল লেহিঙ্গাহেল। সেখানে একটি জন্মদিনের পার্টিতে অংশ নেন তিনি। সেখানে আরও ২০ জনেরও বেশি তরুণ হাজির ছিল।
ইসরায়েলে ভারতীয় ইহুদি অভিবাসীদের সম্প্রদায়কে নিয়ে কাজ করা মির পাল্টিয়েল বার্তা সংস্থা ওয়াইনেটকে সেদিনের জন্মদিনের পার্টিতে মারামারির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "লেহিঙ্গাহেলের শাব্বাতের জন্য বাড়ি যাওয়ার কথা ছিল। কিন্তু শুক্রবার সকাল ৭টায় একজন বন্ধু তার পরিবারের সদস্যদের ফোন করে। জানায়, গত রাতে মারামারি হয়েছে এবং লেহিঙ্গাহেল আহত হয়েছে। সে হাসপাতালে রয়েছে। কিন্তু পরিবারের সদস্যরা হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যুর খবর পায়।" এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ সংলগ্ন শহর চাটজার হাগলিট থেকে ১৫ বছরের একজনকে গ্রেফতার করেছে বলে জানা গেছে। শুক্রবার পুলিশ জানিয়েছে, তারা আরও সাত জনকে আটক করেছে, যাদের বয়স ১৩ থেকে ১৫ বছরের মধ্যে।