নিজস্ব সংবাদদাতাঃ এখনই দেশ থেকে বর্ষা বিদায় নিচ্ছে না বলে সাফ জানিয়ে দিল আবহাওয়া দফতর। দশেরা পেরিয়ে গেলেও ভারতের বহু এলাকায় এখনও পুরোদমে চলছে বর্ষা। বলা হচ্ছে, ঘূর্ণিঝড় নরু'র কারণে বর্ষা বিদায়ে বিলম্ব হচ্ছে এবং এর প্রভাবে দেশের বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত হচ্ছে। সুপার সাইক্লোন নরু'র কারণে বঙ্গোপসাগরের উপর ঘূর্ণাবর্তের কারণে অনেক এলাকায় আবহাওয়ার ধরণে পরিবর্তন এসেছে।
আজও দেশের অনেক এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ পশ্চিমবঙ্গ, ওড়িশা, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, বিহার-সহ একাধিক প্রতিবেশী রাজ্যে বৃষ্টি হতে পারে। একইসঙ্গে উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, পূর্ব রাজস্থান ও হরিয়ানার কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।