নিজস্ব সংবাদদাতাঃ আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, আজ দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। আগামী তিন চারদিনও পরিস্থিতি এমনটাই থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে রবিবারের লক্ষ্মীপুজোতে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ।দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায় বৃষ্টির সম্ভাবনা বেশি বলে জানিয়েছে হাওয়া অফিস। রবিবারের পর পশ্চিমের জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে বলে জানা গিয়েছে। এরপর সোমবার এবং মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি সম্ভাবনা আছে বলে জানিয়েছে হাওয়া অফিস।
এদিকে বৃষ্টির পরিমাণ কমলে দক্ষিণবঙ্গে সাময়িক ভাবে ভ্যাপসা গরম পড়তে পারে। বর্ষা পুরোপুরি বিদায় নিলে হেমন্তকালের অনুভূতি মিলবে। ভোরের দিকে বাতাসে হিমের পরশ অনুভূত হবে।