নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোর পরেই বাংলাদেশে ফের আক্রান্ত সংখ্যালঘু হিন্দুরা। এবার একটি প্রাচীন কালী মন্দিরে ভাঙচুর চালিয়ে প্রতিমার গলা কেটে ফেলল দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহ জেলার দউতিয়া গ্রামে। হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। প্রশাসন সূত্রে খবর, শুক্রবার দউতিয়া গ্রামের একটি প্রাচীন কালী মন্দিরে হামলা চালায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা। মন্দির কমিটির প্রেসিডেন্ট সুকুমার কুন্দা জানিয়েছেন, হামলাকারীরা প্রতিমা ভেঙে গুঁড়িয়ে দিয়েছেন। মূর্তির গলা কেটে প্রায় এক কিলোমিটার দূরে ফেলে দেয়। তিনি বলেন, “ব্রিটিশ জমানা থেকেই এখানে হিন্দুরা প্রার্থনা ও পুজো করে আসছেন।”
বাংলাদেশ দুর্গাপূজা উদযাপন পরিষদের সাধরণ সম্পাদক তথা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক চন্দ্রনাথ পোদ্দার জানিয়েছেন, রাতের অন্ধকারে ঝিনাইদহের ওই মন্দিরে হামলা চালানো হয়েছে। ঝিনাইদহ থানার সহকারী পুলিশ সুপার অমিত কুমার বর্মন জানিয়েছেন, একটি মামলা রুজু করে হামলাকারীদের সন্ধান চলছে।