রাশিয়া থেকে তেল কিনতে কেউ নিষেধ করেনি: হরদীপ সিং পুরী

author-image
Harmeet
New Update
রাশিয়া থেকে তেল কিনতে কেউ নিষেধ করেনি: হরদীপ সিং পুরী

নিজস্ব সংবাদদাতাঃ রাশিয়া থেকে তেল কিনতে ভারতকে কেউ নিষেধ করেনি। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমন মন্তব্য করেছেন ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হরদীপ সিং পুরি। হরদীপ সিং পুরি বলেন, "নাগরিকদের জ্বালানি সরবরাহ করা সরকারের একটি নৈতিক দায়িত্ব। যেখানেই পাওয়া যায় সেখান থেকেই সরকার তেল কেনা অব্যাহত রাখবে। কোনও দেশই ভারতকে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করতে বলেনি।" 



গত এপ্রিলের পর রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানি ৫০ গুণেরও বেশি বেড়েছে। বর্তমানে ভারতের আমদানিকৃত অশোধিত তেলের ১০ শতাংশই আসে রাশিয়া থেকে। অথচ ইউক্রেন যুদ্ধের আগে এই হার ছিল মাত্র ০.২ শতাংশ।ইউক্রেনে রুশ আগ্রাসনের পর থেকে পশ্চিমা দেশগুলো ধীরে ধীরে রাশিয়ার কাছ থেকে জ্বালানি আমদানির পরিমাণ কমিয়ে আনতে শুরু করে। তবে যুক্তরাষ্ট্রের মিত্র হিসেবে পরিচিত ভারতের তেল শোধনাকারীরা ছাড়কৃত দামে রুশ তেল কেনার দিকে আরও বেশি ঝুঁকে পড়ে।