old_সর্বশেষ খবর লক্ষ্মীপুজোর বাজারে ফল–সবজির দাম আকাশছোঁয়া, নাভিশ্বাস আমজনতার Harmeet 08 Oct 2022 10:01 IST Follow Us New Update নিজস্ব সংবাদদাতাঃ রাত পোহালেই আগামীকাল লক্ষ্মীপুজো। বাঙালির বাড়ি বাড়ি শুরু হয়ে যাবে ধনদেবীর আরাধনা। কিন্তু তার আগেই চাপে পড়ে গেল মধ্যবিত্ত বাঙালি। কারণ এবার ফল–সবজির দাম আকাশছোঁয়া। শনিবার সকাল থেকেই কলকাতার পথে বসে গিয়েছে অস্থায়ী দোকান। চলছে দেদার কেনাবেচা। যদুবাবুর বাজার, গড়িয়াহাট, লেক মার্কেট, হাতিবাগান, মানিকতলা, গড়িয়া–সহ বিভিন্ন জায়গায় দেখা গেল কপালে ভাঁজ নিয়ে ঘুরছেন বহু মধ্যবিত্ত। দু’হাতে বাজারের ব্যাগ নিয়ে বেরিয়ে সমস্যা পড়েছেন গৃহস্থরা। আজ, শনিবার তিলের নাড়ু, নারকেল নাড়ু, খই–মুড়ির নাড়ু, খেজুর এখন সবই প্যাকেটে বিক্রি হচ্ছে। ১২ টাকার প্যাকেটে সবকিছুই পাঁচ–ছয় পিস করে রয়েছে। দাম বেড়েছে দু’টাকা প্যাকেট প্রতি। লক্ষ্মীপুজোয় ফল খুবই জরুরি। তাই বাজার একেবারে নানারকমের ফলে ভরে উঠেছে। দামও বেড়েছে দেদার। হাতিবাগানের ফল বিক্রেতা সুনীল সাউ বলেন, ‘দাম অনেকটা বেড়েছে। আসলে পেট্রল– ডিজেলের দাম বেড়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে। আর তার জন্যই বেড়েছে ফল–সবজির দাম।’ west bengal kolkata people price price hike vegetable Fruits market price lakshmi puja Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন