নিজস্ব সংবাদদদাতা ঃ
সম্পর্কে থাকলে মান অভিমান, মতের মিল - অমিল হবেই , সম্পর্কে সমস্যা থাকবেই। কিন্তু তার সমাধানের পথও খুঁজে রাখ্তে হবে নিজেদেরকেই।
কী ভাবে সমধান করবেন?
প্রেমিকার কাছে ক্ষমা চাওয়ার সঠিক উপায় ঃ
১) নিজের ভুল যে বুঝতে পেরেছেন, তা স্বীকার করবেন। ইচ্ছা করে যে প্রেমিকাকে দুঃখ দিতে চাননি, তা প্রকাশ করুন।
২) একই পরিস্থিতি যে আর তৈরি হবে না, সেটা বলুন, এক ভুল বারবার হবে না সেটা বোঝান তাকে।
৩) ক্ষমা চাওয়ার আগে তার অবশ্যই তার থেকে অনুমতি নিন। আগের দু’টি ধাপ পেরিয়ে তবে তাকে জিজ্ঞেস করুন,আপনি ক্ষমা চাইতে পারেন কি না।
আপনার ভুল হলেই যে আপনার প্রেমিকা ক্ষমা করবেন, এমন টা নাও হতে পারে। ক্ষমা চাওয়ার পরেও তাঁর মান- অভিমান না ভাঙতেই পারে। তবে মন থেকে চেষ্টা করছেন, তা তাকে অবশ্যই বুঝতে দিন তাঁকে। প্রয়োজনে কথা বলার শেষে নিজে হাতে লিখে তাকে একটি চিঠিও দিন। যে কথা বলার সুযোগ হয়নি, তাতে তা লিখে নিজের মনের কথা সব মন খুলে তাকে বলুন।