নিজস্ব সংবাদদাতাঃ হ্যাপিনেস অ্যাংজাইটিকে চিকিৎসাবিজ্ঞানের পরিভাষায় চেরোফোবিয়া বলে। এই ক্ষেত্রে বিষয়টা ঠিক কী হয়?
একজন মানুষের জীবনে যখন সুখের মুহূর্ত আসে। তখন তিনি ভয় পেতে শুরু করেন। সেই সুখের মুহূর্ত উপভোগ না করে ভবিষ্যতে কী কী খারাপ হতে পারে সেই নিয়ে ভাবা শুরু করেন। আর না হলে তাঁর মনে এক অজানা ভয় কাজ করতে থাকে যে, কোনওভাবে যদি তাঁর এই সুখের মুহূর্ত নষ্ট হয়ে যায়। তাই অনেক সময় জীবনের কোনও সুখসংবাদ জানাতেও ভয় পান তিন। চেরোফোবিয়া শব্দটিই এসেছে গ্রিক শব্দ থেকে। গ্রিক ভাষায় চেরো শব্দের অর্থ আনন্দ। সেই আনন্দভীতি যদি কারও মধ্যে থাকে, তাহলে সেই ভীতিকে বলা হয় চেরোফোবিয়া। তাঁরা কোনও আনন্দ উৎসবেও অংশ নিতে অনেক সময় ভয় পান। কারণ, তাঁর মনে সব সময়ই এক অজানা ভয় কাজ করে।