আপনার কেনা প্রোডাক্টটি আসল নাকি নকল?

author-image
Harmeet
New Update
আপনার কেনা প্রোডাক্টটি আসল নাকি নকল?

​নিজস্ব সংবাদদাতাঃ  অনেকেই অত্যন্ত উৎসাহ নিয়ে কোনও প্রোডাক্ট কিনেছেন। কিন্তু কিছুদিনের মধ্যেই বুঝতে পেরেছেন যে কেনা ‘ব্র্যান্ডেড’ মেকআপ বা অন্যান্য প্রসাধনী নকল। কিন্তু তখন আর কিছু করার থাকে না। আমরা প্রায় প্রত্যেকেই কখনও না কখনও এভাবে ঠকেছি। তবে, কয়েকটি ছোট্ট ছোট্ট বিষয় যদি আমরা মাথায় রাখি, তাহলে কিন্তু আর এই ভুল কোনওদিনই হবে না।








১। প্রতিটি ব্র্যান্ডেরই একটি বিশেষ ফন্ট এবং লোগো থাকে যা দিয়ে তা চেনা যায়। আসল ব্র্যান্ডেড মেকআপ বা প্রসাধনীর সেই বিশেষ ফন্ট বা লোগো, নকল কোম্পানিগুলি কখনওই এক রকমভাবে কপি করতে পারে না। মাপে বা লেখার স্টাইলে অথবা বানানে কোথাও না কোথাও অমিল থাকবেই । কাজেই যখন পয়সা খরচ করে কিনছেন, খুব ভাল করে খুঁটিয়ে দেখে তবেই কিনুন।

২। ব্র্যান্ডেড প্রোডাক্ট আসল নাকি নকল তা যাচাই করার জন্য প্রোডাক্টি হাতে নিয়ে দেখুন। আসল মেকআপের টেক্সচার একদম অন্যরকম, মসৃণ হয়। আবার নেলপলিশের ক্ষেত্রে বা আই লাইনারের ক্ষেত্রে দেখবেন আসল প্রোডাক্টের ব্রাশ খুবই মসৃণ হয়। যদি দেখেন এগুলো কিছুই নেই, সেক্ষেত্রে বুঝতেই পারছেন মেকআপটি আসল নয়!  

৩। অনেক সময় এমন পরিস্থিতি হয়, আমাদের পরিচিত কেউ হয়ত মেকআপ বা অন্য কোনও প্রসাধনী বিক্রি করছেন এবং তিনি বেশ জোর করেই আমাদের তাঁর থেকে কেনাকাটা করতে বাধ্য করেন। আপনি হয়তো ভদ্রতা বজায় রাখতে তাঁকে না বলতে পারলেন না, কিন্তু প্রোডাক্টটি কেনার আগে প্যাকেজিং দেখে নিন। আসল ব্র্যান্ডেড প্রোডাক্টের প্যাকেজিং খুব সুন্দর হয়। নিট অ্যান্ড ক্লিন। কিন্তু নকল প্রোডাক্টগুলি হয় কোনওমতে প্যাক করা থাকে অথবা অনেক সময়ই প্যাকেট বা বক্স থাকেই না। যদি দ্বিতীয়টি হয়, সেক্ষেত্রে নকল হওয়ার আশঙ্কাই বেশি।