বিকেলে কার্নিভাল, সাজো সাজো রব জেলা জুড়ে

author-image
Harmeet
New Update
বিকেলে কার্নিভাল, সাজো সাজো রব জেলা জুড়ে

নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : দুর্গা পুজোকে ইউনেস্কো হেরিটেজ স্বীকৃতি দেওয়ায় রাজ্য সরকারের নির্দেশে শুক্রবার কার্নিভাল এর আয়োজন করেছে পূর্ব মেদিনীপুর জেলা প্রশাসন।সরকারি উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার সদর শহর তমলুকে শুক্রবার দুর্গাপুজোর কার্নিভাল এর আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দফতর এবং তমলুক পুরসভার আয়োজিত এই কার্নিভাল এ তমলুক, হলদিয়া, কাঁথি ও এগরা মহকুমার বিভিন্ন পুজো কমিটি অংশ নেবে। মোট ১৯টি ক্লাব এই কার্নিভালে অংশ নেবে।

কার্নিভালের জন্য তমলুকের মহকুমা শাসকের অফিসের সামনে হলদিয়া মেছেদা রাজ্য সড়কের এক পাশে বিশাল মঞ্চ হয়েছে অতিথি এবং আধিকারিকদের বসার জন্য। বিকাল পাঁচটা নাগাদ কার্নিভাল শুরু হবে। শোভাযাত্রা হাসপাতাল মোড় থেকে হলদিয়া মেচেদা রাজ্য সড়ক ধরে মহকুমা শাসকের অফিসের সামনে হয়ে নিমতলা মোড়ের দিকে যাবে। শোভাযাত্রার অনুষ্ঠান বর্ণাঢ্য করে তোলার জন্য বিভিন্ন দুর্গাপূজা কমিটি সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। এছাড়াও জেলার শতাধিক লোক শিল্পী কার্নিভালে থাকছেন, জেলা তথ্য-সংস্কৃতি দফতরের উদ্যোগে কার্নিভাল মঞ্চ সংলগ্ন এলাকার রাস্তার দুপাশে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের ব্যানার, হোর্ডিং বসানো হয়েছে, রাস্তায় আলপনা আঁকা হয়েছে। কার্নিভাল চলাকালীন শহরে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে। কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।