যোগীরাজ্যে দশেরার সমাবেশে দেখা গেল বন্দুক-তলোয়াড়, পুলিশ বলছে ঐতিহ্য!

author-image
Harmeet
New Update
যোগীরাজ্যে দশেরার সমাবেশে দেখা গেল বন্দুক-তলোয়াড়, পুলিশ বলছে ঐতিহ্য!

নিজস্ব সংবাদদাতা : উত্তর প্রদেশে দশেরার সমাবেশে উঠলো জয় শ্রী রাম ধ্বনি। সেই সঙ্গে সমাবেশে দেখা গেল তলোয়াড় ও বন্দুক।ঘটনাটি উত্তরপ্রদেশের সিদ্ধার্থনগর জেলার। এ বিষয়ে পুলিশের বক্তব্য,দশেরা বা বিজয় দশমীতে এই ধরনের শোভাযাত্রা বের করা একটি ঐতিহ্যবাহী ঘটনা, যা দুর্গা পূজার ১০ দিনব্যাপী উৎসবের সমাপ্তি চিহ্নিত করে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ভিডিওতে, জোরে গান বাজতে শোনা গিয়েছে। তলোয়াড় ও বন্দুক নিয়ে চলছে উদযাপন।বেশ কিছু মানুষ সোশ্যাল মিডিয়ায় মিছিলে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে তলোয়ার ও বন্দুক নিয়ে ব্যবস্থা নেওয়ার দাবি জানায়।এরকম একটি টুইটের জবাবে পুলিশ বলেছে, দশেরার দিনে অস্ত্র নিয়ে মিছিল বের করা ঐতিহ্য।অন্যান্য অভিযোগের তদন্তের জন্য তদন্ত শুরু হয়েছে, পুলিশ জানিয়েছে।