নিজস্ব সংবাদদাতাঃ চিনের জিনজিয়াং প্রদেশে গুরুতরভাবে মানবাধিকার লঙ্ঘন হয়েছে। সেখানকার উইঘুর মুসলিমদের উপর চলছে ভয়াবহ অত্যাচার। রাষ্ট্রসংঘের এমনই বিস্ফোরক রিপোর্ট প্রকাশ পেয়েছিল গত মাসেই। যদিও রাষ্ট্র সংঘের এই রিপোর্টের তুমুল বিরোধিতা করেছিল চিন। অবশেষে বৃহস্পতিবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে এই নিয়ে দেওয়া হল বিতর্কের প্রস্তাব। কিন্তু ভারত সেই প্রস্তাব নিয়ে ভোটাভুটি থেকে বিরত থাকল।
জিনজিয়াং প্রদেশে মানবাধিকার লঙ্ঘন নিয়ে বিতর্কের একটি খসড়া প্রস্তাব পেশ করা হয় বৃহস্পতিবার। কিন্তু শেষ পর্যন্ত সেই প্রস্তাব খারিজ হয়ে যায় ভোটাভুটিতে। পরিষদের ৪৭টি সদস্য দেশের মধ্যে ১৭টি দেশ প্রস্তাবের পক্ষে সায় দিলেও বিরোধিতা করে ১৯টি দেশ। ভোটদান থেকে বিরত থাকে ১১টি দেশ। সেই তালিকায় ভারত ছাড়াও রয়েছে ব্রাজিল, ইউক্রেন, মেক্সিকোর মতো দেশ। খসড়া প্রস্তাবটি পেশ করেছিল কানাডা, ডেনমার্ক, ফিনল্যান্ড, নরওয়ে, সুইডেন, ব্রিটেন, আমেরিকার মতো দেশগুলোর সম্মিলিত গ্রুপ।