নিজস্ব সংবাদদাতাঃ বিশ্বের বিভিন্ন প্রান্তের হেভিওয়েট কিছু দল নিয়ে অনুষ্ঠিত হয় উয়েফা ইউরোপা লিগ। প্রাথমিকভাবে চ্যাম্পিয়ন্স লিগের তুলনায় ইউরোপা লিগের জৌলুস অনেকটা কম। কিন্তু সার্বিক ফুটবলের নিরিখে ইউরোপা লিগের ম্যাচ নজর কাড়ছে ক্রীড়া প্রেমীদের। সম্প্রতি হওয়া কিছু দুরন্ত গোলের ফুটেজ নিয়ে একটি ভিডিও শেয়ার করা হয়েছে সামাজিক মাধ্যমে। বেছে নিন আপনার পছন্দের সেরা গোলটি।