বাবার অসুস্থতার সময়ে সুইজারল্যান্ডের পাবে আনন্দ করছিলেন ছেলে, কটাক্ষ সাংসদের

author-image
Harmeet
New Update
বাবার অসুস্থতার সময়ে সুইজারল্যান্ডের পাবে আনন্দ করছিলেন ছেলে, কটাক্ষ সাংসদের

নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী আদিত্য ঠাকরেকে আক্রমণ শানালেন লোকসভা সাংসদ রাহুল শেওয়ালে। উদ্ধব ঠাকরেকে যখন হাসপাতালে ভর্তি করা হয়েছিল, সেই সময় ছেলে আদিত্য ঠাকরে সুইজারল্যান্ডের একটি পাবে আনন্দ উপভোগ করছিলেন বলে অভিযোগ এনেছেন তিনি। 


শেওয়ালে আদিত্যকে 'যুবরাজ' বলে সম্বোধন করে বলেন, 'তার সুইজারল্যান্ড সফর ছিল শিল্প-সম্পর্কিত যেখানে তিনি একজন মহিলা সাংসদকে তার সাথে নিয়েছিলেন। তিনি আবার পরিবেশ নিয়ে কথা বলেন।'