নিজস্ব সংবাদদাতাঃ একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করে যাচ্ছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপে এমন উত্তেজনার মধ্যেই মার্কিন পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী রোনাল্ড রিগ্যান এবং দক্ষিণ কোরিয়ার যুদ্ধ জাহাজের মধ্যে শুক্রবার নতুন করে নৌ মহড়া শুরু হয়েছে। পিয়ংইয়ং-এর হুমকি মোকাবিলায় মহড়া চালাচ্ছে মিত্র দেশ দুটি। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূলে চলা মহড়া নিয়ে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বিবৃতিতে বলেন, 'মহড়ার লক্ষ্য হল মিত্রদের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানো। এর আগে দু’দিনের মহড়ায় যুক্তরাষ্ট্র ও সিউলের ডেস্ট্রয়ারে এবং অন্যান্য যুদ্ধ জাহাজ অংশ নেয়।'
বিবৃতিতে আরও বলা হয়েছে, আমাদের সক্ষমতা প্রদর্শনের পাশাপাশি উত্তর কোরিয়ার যে কোনও উসকানির মোকাবিলায় প্রস্তুত থাকব।