আজ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করবে ইডি

author-image
Harmeet
New Update
আজ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করবে ইডি

নিজস্ব সংবাদদাতাঃ আজ অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেনকে জেরা করবে ইডি। প্রথমবার ইডি জেরা করবে কেষ্টর দেহরক্ষীকে। জেরার জন্য দিল্লি থেকে এসেছেন ৩ ইডি আধিকারিক। আসানসোল জেলে গিয়ে জেরা করবেন এই ৩ ইডি আধিকারিক। গরুপাচারকাণ্ডে আদালতের নির্দেশে জেরা করবে ইডি। 


সূত্রের খবর, জেরায় উঠে আসবে সায়গল হোসেনের বিপুল সম্পত্তির প্রসঙ্গ। প্রয়োজনে সম্পত্তির নথি সঙ্গে নিয়ে করা হতে পারে প্রশ্ন। জানা গিয়েছে, কোথা থেকে অনুব্রতর দেহরক্ষী এত টাকা পেয়েছিলেন, উঠবে সে প্রশ্নও।