বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন?

author-image
Harmeet
New Update
বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন?

নিজস্ব সংবাদদাতাঃ মাল নদীতে বান এসেছিল মহালয়ার দিনও। ভেঙে পড়েছিল অস্থায়ী বাঁধ। সেখানেই বাঁধ তৈরি করে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা করা হয়েছিল। আর বিজয়া দশমীর রাতে সেই বাঁধ আটকাতে পারল না হড়পা বান। তার জেরে আটজনের মৃত্যু হয়েছে। এখানে এখন কেউ নিঁখোজ না থাকলেও জখম হয়েছেন ৩০ জন। এই বিষয়টি নিয়েই এখন রাজনীতি শুরু করেছে বিরোধীরা। আজ, শুক্রবার ঘটনাস্থল পরিদর্শনে আসছে বিজেপির প্রতিনিধিদল। এই ঘটনায় জেলা প্রশাসনের বিরুদ্ধে প্রশ্ন তোলা হচ্ছে। বিসর্জন ঘাটে হাজার হাজার মানুষ। বিপর্যয় মোকাবিলা কর্মী মাত্র ৮ ! বারবার মাল নদীতে হড়পা বান, তবু কেন সতর্ক হয়নি প্রশাসন? উঠছে প্রশ্ন। 



নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জেলা প্রশাসনের কাছে ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। একইসঙ্গে সমস্ত ঘাটে বাড়তি নজরদারি করার ব্যবস্থা করতে নির্দেশ দেওয়া হয়েছে। এমনকী মুখ্যসচিব জেলাশাসক মৌমিতা গোদারা বসুর সঙ্গেও কথা বলেছেন। এখন প্রশ্ন উঠছে, মহালয়ার দিন হড়পা বান হয়েছে মাল নদীতে। তাহলে এখানে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থা কেন করা হয়েছিল?‌ যদিও মহালয়ায় এখানে বান এসেছিল কিনা তার কোনও সরকারি তথ্য মেলেনি। বিষয়টি এখানের স্থানীয় বাসিন্দারা বলছেন।