যুক্তরাষ্ট্রে ছুরি নিয়ে হামলা, নিহত ২

author-image
Harmeet
New Update
যুক্তরাষ্ট্রে ছুরি নিয়ে হামলা, নিহত ২

নিজস্ব সংবাদদাতাঃ যুক্তরাষ্ট্রের নেভাদা অঙ্গরাজ্যের লাস ভেগাস স্ট্রিপে ছুরিকাঘাতে দুইজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় বৃহস্পতিবার বেলা ১১:৪৫-এ দিকে এ ঘটনা ঘটে। লাস ভেগাস মেট্রোপলিটন পুলিশ বিভাগের জেমস লারোচেল বলেন, "হামলাকারী ফুটপাতে ব্লেড ও একটি বড় ছুরি নিয়ে প্রথমে একজনের ওপর আক্রমণ করে। পরে আরও কয়েকজনের ওপর হামলা চালায়।" তিনি আরও বলেন, 'হামলায় এখন পর্যন্ত দুজন মারা গেছেন। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। বাকিরা হাসপাতালে ভর্তি।' হামলাকারী স্থানীয়দের তাড়া খেয়ে পালানোর চেষ্টা করে। পরে নিরাপত্তা সদস্যরা তাকে আটক করে। হামলাকারীর নাম প্রকাশ না করলেও সে লাস ভেগাসের স্থানীয় কেউ নন বলে ধারণা করছে পুলিশ। তার উদ্দেশ্য কী ছিল সেই বিষয়ে এখনও নিশ্চিত হতে পারেনি প্রশাসন। ঘটনার তদন্ত শুরু হয়েছে।